চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটি অনুমোদিত

| রবিবার , ২২ জুন, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম বাবুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এম মোক্তার আহমদ।

গত ১০ মে চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভায় সকল উপজেলা এবং সদর নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব এম জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও মোহাম্মদ আকবর আলীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত আহবায়ক কমিটি ইতিমধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু করেছেন। চট্টগ্রাম বিভাগীয় দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম বাবুল এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব এম মোক্তার আহমদ চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়ে বলেছেন, বৃহত্তর চট্টগ্রামের অবহেলিত দলিল লেখকদের কল্যাণ এবং স্বার্থ সুরক্ষায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার যুবসমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি