বাংলাদেশ দলিল লেখক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সভা গত শনিবার সকালে কোর্ট রোডস্থ চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলীর সঞ্চালনায় সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয়, জেলা এবং সদরের উপদেষ্টা সৈয়দ মোঃ আবু তালেব, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এম. মোক্তার আহমেদ, জেলা ও সদর কমিটির উপদেষ্টা আবদুল মালেক, মোঃ ইউনুস। বক্তব্য রাখেন–সাতকানিয়া দলিল লেখক সমিতির আহবায়ক সামছুল ইসলাম, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেঙ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, মীরসরাই সভাপতি নুর হোসেন মিয়া আজাদ, আনোয়ারার সভাপতি মোঃ নাজিম উদ্দিন, বোয়ালখালীর সভাপতি হাসান মনসুর, গাজবাড়ীয়ার সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সদরের সাবেক সিনিয়র সহ সভাপতি এম. জাহাঙ্গীর আলম, সহ–সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, কর্ণফুলী সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম, সন্দ্বীপের আহবায়ক আকতার হোসেন, জোরারগঞ্জের আহবায়ক আবু সুফিয়ান, হাটহাজারীর উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। সাধারণ সভায় বক্তারা বলেন–দলিল লেখকেরা বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত। বিশেষ করে চট্টগ্রামে উপজেলা সমূহ দলিল লেখকেরা ভুমি রেজিস্ট্রেশনে নানা অজুহাতে চরম হয়রানির শিকার হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বৃহত্তর চট্টগ্রামের দলিল লেখকদের ঐক্যের বিকল্প নেই। সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক এম. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ আকবর আলী, সদস্য মোঃ সেলিম উদ্দিন, সিরাজুল ইসলাম হৃদয়, নূর হোসেন আজাদ, আবু সুফিয়ান, আকতার হোসেন, আবদুল্লাহ আল–মামুন, সামছুল করিম লিটন, এম. নিজাম উদ্দিন খান, নাজিম উদ্দিন, ফরিদুল ইসলাম চৌধুরী ও সামছুল ইসলাম।