জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের উদ্যোগে প্রতিনিধি সভা গত ২০ ডিসেম্বর নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জবিউল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরোয়ার আজম আরজু, শফিউল আলম খোকন, খোরশেদ আলম, প্রফেসর মো. ইসহাক, সৈয়দ তারেকুল আনোয়ার, মো. ইয়াকুব, নুরুল আমিন নোটন, সোহরাব জব্বার চৌধুরী, আবদুল বাতেন বিপ্লব, আবুল বাশার, দিদারুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সরকার গঠনের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।










