চট্টগ্রাম জেলা খো খো দল গঠিত

| শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২-৫ এপ্রিল পর্যন্ত ঢাকার ভলিবল স্টেডিয়ামে খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য চট্টগ্রাম জেলা খো খো দল গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার হিসেবে লায়ন এম এ মুছা বাবলু, কোচ মো. মুজিবুর রহমান এবং সহকারী কোচ শাহ জালাল উদ্দীন দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম জেলা খো খো দল ১৫ সদস্য নিয়ে গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছোট উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চাম্বল ফুটবল একাডেমির চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন