চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপুঞ্জির আওতায় জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত স্কুল ছাত্রদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ শেষ হয়েছে। এতে অনূর্ধ্ব ১৪ বছর বয়সী বালকরা অংশ নেয়। গতকাল ১৫ নভেম্বর শনিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী এতে সভাপতিত্ব করেন। সিজেকেএস সুইমিংপুলের সাঁতার প্রশিক্ষক দ্বীনুল ইসলামের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র, স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এ মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত সাঁতারুদের উদ্দেশ্যে বলেন, ‘এটা থেকে তোমাদের আত্মবিশ্বাস জন্মেছে যে আমরা সাঁতার শিখেছি এবং আমি সাঁতার পারি। এই আত্মবিশ্বাস নিয়েই তোমরা সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যাবে। এরপর প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য যে, চট্টগ্রাম মহানগরের ১০টি স্কুলের ৩০ জন ছাত্র মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মহসিন ও মো. দ্বীনুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ট্রফি
পরবর্তী নিবন্ধপ্রথম দিন চট্টগ্রামের বিপক্ষে ময়মনসিংহের ২৭১/৮ রান সংগ্রহ