চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

| রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:০৫ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত চট্টগ্রাম মহানগরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় হালিশহর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ৩-০ সেটে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চট্টগ্রাম শারিরীক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শারিরীক শিক্ষা কলেজের প্রভাষক এস এম গিয়াস উদ্দিন বাবর।
চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম শারিরীক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুনির, ইমরান হাসান ইমন,চঞ্চল বিশ্বাস, শ্যামলী ভৌমিক, জহির উদ্দিন, ইয়াকুব আলী,রেহেনা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধশোভনীয়া গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে হেলাল একাডেমি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দাবা প্রশিক্ষণ কার্যক্রম শুরু