এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় (অনূর্ধ্ব–১৫) বালকদের ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা গতকাল জানুয়ারি চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। উক্ত বাছাই ও প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা ও সিটি কর্পোরেশন হতে মোট ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ পরিচালক এ,বি,এম মাহাবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন । সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. গিয়াসউদ্দিন বাবর, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডাঃ নাফিসা হোসেন মেডিকেল অফিসার, হালিশহর আরবান ডিসপেনসারী, চট্টগ্রাম। এস, এম শহিদুল ইসলাম, সভাপতি, চট্টগ্রাম জেলা ফুটবল এ্যাসোসিয়েশ। সাইফুল্ল্যাহ মুনির, জহিরুল ইসলাম, জিকু কুমার নাথ, চঞ্চল বিশ্বাস,শ্যামরি রানী ভৌমিক, প্রভাষক, সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম এবং কোচ নুর হোসেন দৌলত ও বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ। উক্ত বাছাই ও প্রতিযোগিতায় মোট ১২ জন প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই করা হয়, যারা পরবর্তীতে বিভাগীয় ট্রায়েলে অংশগ্রহণের সুযোগ পাবে।