চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনাক্যাম্পের সাথে যোগাযোগের নম্বর পরিবর্তন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গত ৭ আগস্ট জরুরি প্রয়োজনে সেনাক্যাম্পের সাথে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরসমূহের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনাক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। ওই এলাকা সমূহের জনসাধারণকে নিম্নে প্রদানকৃত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো’। খবর বাসসের।
চট্টগ্রাম জেলার জন্য–হাটহাজারী, রাউজান–০১৭৬৯–২৪৩৪১২, রাঙ্গুনিয়া– ০১৭৬৯–২৬৩৬৫৮, মীরসরাই, সীতাকুণ্ড–০১৭৬৯–২৪২১৫০, আনোয়ারা– ০১৭৬৯–২৪২৮৩০, ০১৭৬৯–২৪৪২১৪, কর্ণফুলী–০১৭৬৯–২৪৩২৫৮, ০১৭৬৯–২৪৪২১৪, চট্টগ্রাম মহানগরের বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ, চান্দগাঁও, আকবরশাহ এলাকার জন্য ০১৭৬৯–২৪৫২৪৩; ইপিজেড, খুলশী, পাহাড়তলী, হালিশহর, বন্দর, পতেঙ্গার জন্য–০১৭৬৯–২৫৩৬০৪, ০১৭৬৯–২৪২১৫৬, ০১৭৬৯–২৫৩৬৪৯, ০১৭৬৯–২৪২১৭৩; কোতোয়ালী, নিউমার্কেট, ডাবলমুরিং–এলাকার জন্য–০১৭৬৯–২৪২৬১৫, ০১৭৬৯–২৪২৬১৭, ০১৭৬৯–২৪২৬১৯।