চট্টগ্রাম জেলা উশু ও কাবাডি দল গঠনকল্পে খেলোয়াড়দের জ্ঞাতার্থে

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতা আগামী ২৩ জুলাই হতে ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে চট্টগ্রাম জেলা দল। এ প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা উশু দল গঠনকল্পে উশু খেলোয়াড় (পুরুষ ও নারী) এন্ট্রি ও বাছাই আগামী ১১ ও ১২ জুলাই বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহী উশু খেলোয়াড়দেরকে উল্লেখিত তারিখ ও সময়ে সিজেকেএস উশু কোচ আব্দুল্লাহ আল ফয়সল, মোবাইল নং ০১৮১৯৩৩০৪৩৩ এর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে বংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব২০২৫ জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) প্রতিযোগিতা আগামী ২৬ জুলাই হতে ঢাকায় অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা কাবাডি দল গঠনকল্পে কাবাডি খেলোয়াড় (পুরুষ ও নারী) বাছাই আগামী ১০ থেকে ১২ জুলাই প্রতিদিন বিকাল ৩.৩০ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহী কাবাডি খেলোয়াড়দের উল্লেখিত তারিখ সিজেকেএস কাবাডি কমিটির সম্পাদক মো. ইশতিহাদ হোসেন শিপন মোবাইল নং ০১৯০১০২৯৪০০, ০১৭৯৩৭৭৯৩৭০ এর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইএমও কাউন্সিলে বাংলাদেশের প্রার্থিতা উপস্থাপন
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ে সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা