চট্টগ্রাম জেলা ইসলামী ফ্রন্টের মতবিনিময়

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

আগামী ৮ অক্টোবর বুধবার মুরাদপুর এলজিইডি ভবন কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ মুস্তফার (.)অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে । সেমিনার সফল করার লক্ষে ৫ অক্টোবর মুরাদপুরস্থ কার্যালয়ে ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাথে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম জেলার মতবিনিময় সভা অধ্যাপক শেখ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলমের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সচিব অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর দৌলতী, শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী, নির্বাহী সদস্য নাছির উদ্দীন মাহমুদ। বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম মুনিরী, মুহাম্মদ দৌলত খান, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মাস্টার মুহাম্মদ ইসমাইল, এ এইচ এম মহিউদ্দিন, মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বির, মুহাম্মদ নাঈমুল হক, মুহাম্মদ কোরবান আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুমারী পূজা : পবিত্রতা ও ন্যায়ের প্রতীক
পরবর্তী নিবন্ধআ. লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হবে শিগগিরই : চিফ প্রসিকিউটর