চট্টগ্রাম জেলা ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

| শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৩ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শুক্রবার জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে পাঠ্য পুস্তকে অসঙ্গতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রসেনা সভাপতি কাউসারুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী।

বিশেষ অতিথি ছিলেননগর ইসলামিক ফ্রন্ট সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, দক্ষিণ জেলা সহ সভাপতি স ম শওকত আজিজ, মহানগর সহ সভাপতি মুহাম্মদ সাহেদ আলী, মহানগর সাধারণ সম্পাদক ওয়াহেদ মুরাদ।

প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম। ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনডা. হাশমত আলী তাহেরী, মুহাম্মদ হোছাইন, রেজাউল করিম, আলাউদ্দিন আজাদ, এস.এম. আবু ছাদেক ছিটু, মুহাম্মদ ফরিদুল হক, গিয়াস উদ্দিন, মিসবাহুল ইসলাম, আবুল হাশেম রাশেদ, শহীদুল ইসলাম, জয়নাল আবেদীন, আবু বকর ও হাসান ইমাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর চেহলাম শরীফ সম্পন্ন
পরবর্তী নিবন্ধশিশুর আনন্দময় শৈশব নিশ্চিতে পরিকল্পিত নগরায়ন জরুরি