চট্টগ্রাম জেলা ইয়ুথ দাবা টুর্নামেন্টের বাছাই প্রতিযোগিতা আজ

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব, অনূর্ধ্ব১০, অনূর্ধ্ব১২, অনূর্ধ্ব১৪, অনূর্ধ্ব১৬, অনূর্ধ্ব১৮ ওপেন ও বালিকা বিভাগে বাছাই পর্যায়ের খেলা আজ ৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। সিজেকেএস শপিং কমপ্লেক্সে রুম নং৩০০১, তৃতীয় তলায় উক্ত বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগ্রহী খেলোয়াড়দের আজ ৪ ফেব্রুয়ারি, সকাল ৮.৩০ টায় মধ্যে নির্ধারিত স্থানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়সসীমা: . অনূর্ধ্ব৮ যাদের জন্ম ১লা জানুয়ারী ২০১৭ বা এরপর, . অনূর্ধ্ব১০ যাদের জন্ম ১ জানুয়ারি ২০১৫ বা এরপর, . অনূর্ধ্ব১২ যাদের জন্ম ১ জানুয়ারি ২০১৩ বা এরপর, . অনূর্ধ্ব১৪ যাদের জন্ম ১ জানুয়ারি ২০১১ বা এরপর, . অনূর্ধ্ব১৬ যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৯ বা এরপর, . অনূর্ধ্ব১৮ যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা এরপর। বিভিন্ন ক্যাটাগরির চ্যাম্পিয়নগণ চট্টগ্রাম জেলা দল হয়ে বিভাগীয় বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধনের কপি জমা দিতে হবে। জরুরি প্রয়োজনে যোগাযোগ: ০১৭১৪৪৮৯১৬১।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএকাডেমি ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধি সভা আজ