চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী পরিচিতি সভা

| বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে গতকাল বুধবার নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থী পরিচিতি সভা আইনজীবী অডিটোরিয়ামে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন নির্বাচন কমিশনার মো. সেকান্দর বাদশা। শুভেচ্ছা বক্তব্য দেন, অন্য কমিশনারবৃন্দ মো. ফখরুদ্দিন চৌধুরী, মো. মুজিবুর রহমান খান ও সৈয়দ আনোয়ার হোসেন।

পরিচিতি সভায় বক্তব্য দেন, সভাপতি পদপ্রার্থী মনতোষ বড়ুয়া ও মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী এ এস এম বজলুর রশিদ মিন্টু ও মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সহসাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ ইমরান ও মো. কাশেম কামাল। প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রায় বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আইনজীবী সমিতি। এখানে নির্বাচনে চমৎকার ভাবে গণতান্ত্রিক চর্চা হয়। নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থী পরিচিতি সভায় একই মঞ্চ থেকে প্রার্থীরা তাদের কর্মসূচি উপস্থাপন করে বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধচিগ্‌সু অখণ্ড মণ্ডলীতে স্বামী স্বরূপানন্দের আবির্ভাব উৎসব