চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিরুদ্ধে আদালতে মোকদ্দমা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বেআইনিভাবে’ সদস্য পদ বাতিলের অভিযোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিরুদ্ধে আদালতে একটি মোকদ্দমা দায়ের হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রামের ১ম জেলা যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মোকদ্দমাটি দায়ের করেন অ্যাডভোকেট মুহাম্মদ আরিফ উদ্দিন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৪ জন শিক্ষক। মামলায় বাদীপক্ষ দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৯, বিধি ১ ও ২ এবং ধারা ১৫১ এর আওতায় একটি অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করেছেন। এ নিষেধাজ্ঞা মূলত গত ৯ এপ্রিল অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আইন কর্মকর্তাদের সদস্যপদ ‘বেআইনিভাবে’ বাতিল করার সিদ্ধান্তের কার্যকারিতা রোধে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ আরিফ উদ্দিন। তিনি বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা সাপেক্ষে আগামী ৮ মে নিষেধাজ্ঞা বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পুলিশের অভিযানে গ্রেপ্তার চার
পরবর্তী নিবন্ধগুমাই বিল রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়া হবে