চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৬ এপ্রিল

নতুন তফসিল

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

আগামী ১৬ এপ্রিল বুধবার ভোট গ্রহণের দিন রেখে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির এডহক কমিটি গঠিত নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ১০ এপ্রিল নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় (বার লাইব্রেরি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। এরপর ১১ এপ্রিল মনোনয়নপত্র জমা, বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ১২ এপ্রিল মনোনয়নপত্রের বৈধতা সংক্রান্ত আপত্তি শুনানি ও সিদ্ধান্ত এবং মনোনয়নপত্র পত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ হবে আগামী ১৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। এ নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের মাত্র চার দিন আগে পদত্যাগ করে। যার প্রেক্ষিতে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভা করে নির্বাচনের লক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়।

সমিতি সূত্র জানায়, গঠনতন্ত্রে ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা রয়েছে। সেই অনুযায়ী এডহক কমিটি নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন ১৬ এপ্রিল ভোট গ্রহণের দিন রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচনী কর্মকর্তা হিসেবে আছেন অ্যাডভোকেট তারিক আহমেদ। নির্বাচনী কর্মকর্তা হিসেবে আছেন অ্যাডভোকেট মো. মাসুদুল আলম, মুহাম্মদ কবির হোসাইন, মোহাম্মদ শাহাদাত হোসেন ও মো. সেলিম উদ্দিন শাহীন।

পূর্ববর্তী নিবন্ধকমেছে পানি, পাঁচ ইউনিটের মধ্যে উৎপাদন একটিতে
পরবর্তী নিবন্ধ২২ জেলেসহ ৪ মাছ ধরার ট্রলার নিয়ে গেছে আরাকান আর্মি