চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ‘আইনবিদ লেখক সংবর্ধনা’ আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা জেলা আইনজীবী সমিতি আইনবিদ লেখক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বারের ইতিহাসে প্রথমবারের মতো আজ রোববার বিকাল তিনটায় আইনজীবী সমিতির আইনজীবী অডিটোরিয়ামে ব্যতিক্রমী এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আইন গবেষণা, সাহিত্য, সংস্কৃতি ও লেখালেখিতে বিশেষ অবদান রাখা আইনবিদদের সম্মাননা পদক ও সনদ প্রদান করা হবে।

এ উদ্যোগকে দেশের বার সমিতিগুলোর মধ্যে সর্বপ্রথম ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন সমিতির পাঠাগার সম্পাদক এডভোকেট আহমদ কবির (করিম)। তিনি বলেন, প্রয়াত ও জীবিত প্রায় ৩০ জন আইনজীবী সদস্যের লেখালেখি, গবেষণা ও পুস্তক প্রকাশনায় অবদানের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনা দেওয়া হবে। এটি লেখক আইনজীবীদের অনুপ্রাণিত ও সম্মানিত করবে এবং অন্য সদস্যদের গবেষণা ও লেখালেখির প্রতি আগ্রহী করে তুলবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খালে ডুবে এক ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধসবিতা রাণী দাশ