বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশের বর্তমান বিশেষ পরিস্থিতিতে সরকারি বিভিন্ন জরুরি পরিষেবা বন্ধ থাকায় জন–জীবনে দুর্ভোগ নেমে এসেছে। চট্টগ্রাম জেলা বিভিন্ন সড়ক–মহাসড়কে যানবাহনের দীর্ঘ যানজট দেখা দিচ্ছে এইসব দিক বিবেচনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় ও যুব রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করছে।
বিগত ৭ দিন ধরে যুব সদস্যরা চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন বিভিন্ন উপজেলায় সড়ক–মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করে উপজেলা দলের স্বেচ্ছাসেবকবৃন্দ। গতকাল কর্ণফুলী, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মীরসরাইসহ মোট ১৩টি উপজেলায় উপজেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন। যুব স্বেচ্ছাসেবীরা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। এই কার্যক্রমে দেড় শতাধিক যুব স্বেচ্ছাসেবক দুই শিফটে বিভক্ত হয়ে কাজ করছে।
এ বিষয়ে যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ বলেন, ৭ দিন ধরে স্বেচ্ছাসেবীরা স্ব স্ব উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। আগামী দিনগুলোতেও ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করবেন যুব স্বেচ্ছাসেবকরা। প্রেস বিজ্ঞপ্তি।