চট্টগ্রাম জেলার অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু

ক্ষুদে খেলোয়াড়দের মাঝে উৎসাহব্যঞ্জক সাড়া

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

গত ৫ আগস্টের সরকার পরিবর্তনের পর থেকে দেশে স্থানীয় খেলাধুলা পর্যাপ্তভাবে এখনো শুরু হয়নি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিও গঠন করা যায়নি। ফলে চট্টগ্রামের খেলাধুলাও অন্যান্য জেলার মতো অনেকটা স্থবির হয়ে আছে। এরমধ্যে গতকাল শনিবার আউটার স্টেডিয়ামে দুদিনব্যাপী বয়সভিত্তিক ফুটবলারদের বাছাই কার্যক্রম শুরু হয়। মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় যে বয়স ভিত্তিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তারই জন্য এ বাছাই কার্যক্রম। বাফুফের আয়োজনে আগামী জানুয়ারীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব১৫ জাতীয় ফুটবল লিগ। তাতে চট্টগ্রাম জেলা ফুটবল দল অংশগ্রহন করবে। চট্টগ্রাম জেলা দলের অংশগ্রহন উপলক্ষে দু’দিনব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রম গতকাল ১৪ ডিসেম্বর শুরু হয়। এদিন সকাল ৯.৩০টা থেকে চট্টগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে দিনব্যাপী বাছাই কার্যক্রম চলে। এতে চট্টগ্রামের প্রায় ৩০০জন অনূর্ধ্ব১৫ বছর বয়সী ফুটবল খেলোয়াড় অত্যন্ত উৎসাহ ভরে অংশগ্রহণ করে। এ বাছাই কার্যক্রম আজ ১৫ ডিসেম্বরও চলবে। এদিন সকাল ৯.৩০টা হতে চট্টগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে যথারীতি এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম জানিয়েছেন আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন হতে পারে। গতকাল তিনশত ক্ষুদে ফুটবলার খুব আনন্দের সাথে আউটার স্টেডিয়ামের বাছাই কার্যক্রমে অংশ নেয়।

তিনি জানান এদের মধ্যে থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হবে। এরপর এদের মাঝ থেকে ২২জনকে নিয়ে কয়েকদিন অনুশীলনে রাখা হবে। তা থেকেই চূড়ান্ত দল গঠন করা হবে। স্থানীয় খেলাধুলার নিষ্ক্রিয় অবস্থায় ক্ষুদে ফুটবলারদের বাছাই কার্যক্রম গতকাল আউটার স্টেডিয়াম এলাকায় বেশ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। ক্ষুদেরা খুব উৎসাহ নিয়েই এতে অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে কানাডিয়ান মডেল নিয়োগ দিয়েছে চিটাগাং কিংস
পরবর্তী নিবন্ধইমাদের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেন আমির