বিপিএলে অংশগ্রহণকারী দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাসে ধাক্কা দিয়েছে একটি লরি। আজ রবিবার সকালে সীতাকুণ্ডে দলটির ক্রিকেটারদের বহনকারী বাসটিতে একটি লরি ধ্বাক্কা দেয়।
এতে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। তবে বাসটিতে কোন খেলোয়াড় বা কোচিং স্টাফ ছিলনা। দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা আজ বিকেল ৪টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম আসার কথা রয়েছে।
বাসটি আগে ভাগে ঢাকা থেকে চট্টগ্রাম আসছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।