চট্টগ্রাম চেস্‌ একাডেমির ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্ট শুরু

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেস্‌ একাডেমির আগ্রাবাদ সিডিএ ক্যাম্পাসে দুদিনব্যাপি ৩য় ফিদে স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট গত ৮ মার্চ শুরু হয়েছে। চেস্‌ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবউলইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং পরিচালক মো. নুরুল আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৭নং ওয়ার্ড কমিশনার জাফরুল হায়দার সবুজ। বিশেষ অতিথি ছিলেন লে. কর্ণেল ডা. মো. আবুল কালাম বাছির। উপস্থিত ছিলেন সুফিয়ান আশরাফ, তৌহিদুল করিম, জাহাঙ্গীর আলম, মো. রুহুল আমিন, আসিফ মাহমুদ প্রমুখ। ৫৭জন অনূর্ধ্ব ১৭ দাবাড়ুর অংশগ্রহণে টুর্নামেন্টে চীফ আরবিটার হিসাবে রাকিবউলইসলাম, ডেপুটি চীফ আরবিটার মো. নুরুল আমিন ও আসিফ মাহমুদ আরবিটার হিসাবে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহ উদযাপিত
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৮ জাতীয় বাস্কেটবলে বিকেএসপি চ্যাম্পিয়ন