চট্টগ্রাম চেস্ একাডেমি আয়োজিত ইয়ুথ (অনূর্ধ্ব–১৭) আন্তর্জাতিক ফিদে স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট গত ২০ অক্টোবর আগ্রাবাদ সিডিএ ১৭ নং রোডে চট্টগ্রাম চেস্ একাডেমি ক্যাম্পাসে শুরু হয়েছে। চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব–উল–ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং একাডেমির পরিচালক মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। বক্তব্য রখেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক, চট্টগ্রাম চেস্ একাডেমির পরিচালক এম এম সুফিয়ান আশরাফ ও তৌহিদুল করিম। খেলায় সারাদেশ থেকে মোট ৭৫ জন দাবাড়ু অংশগ্রহন করছেন। টুর্নামেন্টে রাকিব–উল–ইসলাম চিফ আরবিটর, মো. নুরুল আমিন ডেপুটি চিফ আরবিটর এবং আসিফ মাহমুদ আরবিটর হিসাবে দায়িত্ব পালন করছেন।