চট্টগ্রাম চেম্বারের মেম্বারশিপ-ভোটার তালিকা সংশোধনসহ একাধিক দাবি

সম্মিলিত পেশাজীবী পরিষদের বিবৃতি

| বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম গত ১৭ বছরের ভোটবিহীন নির্বাচনের মেম্বারশিপভোটার তালিকা সংশোধন করা সহ অবৈধ কর্মচারীদের অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চেম্বারের মেম্বারশিপ সেকশনে যারা জড়িত তাদের অপসারণ করতে হবে। এতে শুধু রাজস্ব সাশ্রয় হবে তা নয়, কিছু অসৎ ব্যক্তি নির্মূল হয়ে চেম্বার কলঙ্কমুক্ত হবে। সেখানে নিরপেক্ষ দুইজনকে দিয়ে ভোটার তালিকা সংশোধন এবং পকেট ভোটার বাদ দিয়ে সঠিক ভোটার তালিকা করতে হবে।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হাসান আরিফ, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান বিল্লাহ, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন চৌধুরী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট বিল্ডিং শাখার সভাপতি আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আলাউদ্দিন ও যুগ্ম সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রের যাত্রাপথের মুক্তিকে সমুন্নত রাখতে হবে
পরবর্তী নিবন্ধমামলা মানে যত্রতত্র গ্রেপ্তার নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা