চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের মেয়াদ বাড়লো আরও ৬০ দিন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৪:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার বর্তমান মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে মেয়াদ বাড়ানোর বিষয়টি অবহিত করা হয়।

চিঠিতে বলা হয়চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের মেয়াদোত্তীর্ণের তারিখ ৮ জুলাই থেকে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ৬০ দিন নির্দেশক্রমে বৃদ্ধি করা হল। চেম্বারের নিয়মিত কার্যক্রম পরিচালনাসহ একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির স্মারক নংএন/এডিএসি/২৪/২৪৩ তারিখ : ২৩ জুন ২০২৫ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চেম্বার থেকে প্রশাসকের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে চিঠি প্রেরণের প্রেক্ষিতে বর্তমান প্রশাসকের মেয়াদ নতুন করে আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।

গত বছরের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও পরিচালকসহ ২৪ জন সদস্য পদত্যাগ করায় বাণিজ্য সংগঠন আইন২০২২ এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) . নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত প্রশাসক নিয়োগ আদেশ জারি করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসনদ নিয়ে বাড়ি ফিরছিলেন যুবক, সড়কে মৃত্যু
পরবর্তী নিবন্ধফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ-জরিমানা