চট্টগ্রাম চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়নে আমাদের পরিকল্পনা রয়েছে

পরিদর্শনকালে জেলা প্রশাসক

| মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চিড়িয়াখানার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি ফরিদা খানম। গতকাল সোমবার চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, জলহস্তী ও বিভিন্ন পশুপাখির খাঁচা পরিদর্শন করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফারহানুর রহমান, স্টাফ অফিসার টু ডিসি মো. ফাহমুন নবী ও চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ প্রমুখ।

চিড়িয়াখানা পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানাকে আরও দৃষ্টিনন্দন, আকর্ষণীয় ও আধুনিকায়নের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ চিড়িয়াখানায় রূপান্তরে আমাদের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়নসহ অভ্যন্তরে ছোট্ট মিউজিয়াম, ক্যাফেটরিয়া, স্ন্যাক্সশপ ও শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, সাপ্তাহিক ছুটির দিন শিক্ষার্থীঅভিভাবকসহ প্রচুর দর্শনার্থী বিনোদনের জন্য এখানে আসে। এছাড়া ছুটির দিন ব্যতীত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন চিড়িয়াখানায় পশুপাখি দেখার জন্য দুরদুরান্ত থেকে আসা অনেক দর্শনার্থীর সমাগম ঘটে। আমরা এ চিড়িয়াখানাকে বাংলাদেশে সর্ববৃহৎ বিনোদন স্পট হিসেবে পরিচতি লাভ করাতে চাই। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাটডাউনের দ্বিতীয় দিনেও অচল সিভাসু
পরবর্তী নিবন্ধআইনের বিধান সমুন্নত রাখতে নৈতিকভাবে বলীয়ান হতে হবে আইন শিক্ষার্থীদের