চট্টগ্রাম চক্ষু হাসপাতালে প্রফেসর সিকান্দার খানের বেড অনুদান

| শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) ট্রাস্টে রোগীর বেড বাবদ অনুদান দিয়েছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)’র উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। গতকাল শুক্রবার সকালে হাসপাতালের কনফারেন্স হলে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অধ্যাপক মু. সিকান্দার খান তাঁর স্ত্রী বেগম সায়্যেদা তাহেরের নামে ১ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের হাতে এই চেক তুলে দেন তিনি। এ সময় সিইআইটিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেক গ্রহণকালে অধ্যাপক ডা. রবিউল হোসেন হাসপাতালটি এ অবস্থানে আসার পেছনে সকলের সহযোগিতা রয়েছে বলে উল্লেখ করে বলেন, রোগীদের কল্যাণে বেগম সায়্যেদা তাহেরের এই অনুদান চলার পথে পাথেয় হয়ে থাকবে। অধ্যাপক ডা. রবিউল হোসেন রোগীদের কল্যাণে এভাবে সমাজের বিত্তবানদের অংশগ্রহণ কামনার পাশাপাশি হাসপাতালের আগামীর অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

ইডিইউ’র উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, আন্তর্জাতিক মানের চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সেবামূখী কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তাই আমার এই ক্ষুদ্র নিবেদন। আজ হাসপাতালের সেবা কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত। আমার মত সবাই রোগীদের কল্যাণে এভাবে এগিয়ে আসার প্রত্যাশা করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেরশাহ বাংলাবাজারে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার এক
পরবর্তী নিবন্ধশিল্পচর্চার প্রসার ঘটলে অশুভ কিছু স্থান করে নিতে পারে না