চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তিতে ছানি অপারেশন

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ছানি অপারেশন এবং উন্নতমানের লেন্স প্রতিস্থাপন প্রক্রিয়া চলমান রয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অপারেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ছানি রোগ বিভাগের বিভাগীয় প্রধান ও মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব হোসেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কর্নিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুজিত কুমার বিশ্বাসসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। পুরো অপারেশন প্রক্রিয়া লাইভ প্রোগ্রামের মাধ্যমে হাসপাতালের ইমরান সেমিনার হলে প্রদর্শিত হয়। প্রদর্শনকলে বলা হয়, এ উন্নতমানের প্রযুক্তি ও লেন্সের সুবিধা হল, ছানি অপারেশনের পর কাছে ও মধ্যবর্তীদূরত্বে পড়ার জন্য যে চশমার প্রয়োজন হয় তার আর দরকার হয় না। এতে দৈনন্দিন সব ধরনের কার্যক্রম সহজ হয়। এছাড়া এ উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে মানুষ চক্ষু চিকিৎসা ব্যবস্থার প্রতি আরো আস্থাশীল হবে এবং তাদের দৈনন্দিন কাজকর্ম আরো সুচারু রূপে সম্পন্ন করতে পারবে।

এ সময় চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন ডা. জাফর খালেদসহ সকল টিম মেম্বারদের ধন্যবাদ জানান। এ সময় অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালে আরো অন্যান্য উন্নতমানের প্রযুক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতিগুলো চলমান থাকবে। যাতে সাধারণ মানুষ স্বল্পমূল্যে সময়োপযোগী উন্নত মানের চিকিৎসা সেবার সুযোগ পান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধঅক্সিজেন মোড়ে ফ্লেভারসের যাত্রা শুরু