চট্টগ্রাম চক্ষু হাসপাতালে বেড অনুদান

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) ট্রাস্টে রোগীর বেড বাবদ অনুদান দিয়েছেন সালমা বেগম। হাসপাতালের কনফারেন্স হলে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে রওশন রফিক ট্রাস্টের পক্ষে রওশন আরা বেগমের স্মৃতি রক্ষার্থে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের হাতে চেক তুলে দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. রাজীব হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. গোলাম ফারুকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চেক গ্রহনকালে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, অতি ক্ষুদ্র পরিসরে গ্রামমূখী চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে চক্ষুু হাসপাতালের যাত্রা শুরু হলেও পরবর্তীতে সারা দেশে ধীরে ধীরে প্রসার লাভ করে। যার ফলে প্রতিষ্ঠার পর থেকে ৫০ লক্ষেরও বেশী মানুষের চোখের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করে ব্যতিক্রমধর্মী সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে চক্ষু হাসপাতাল। রোগীদের কল্যাণে সালমা বেগমের এই অনুদান হাসপাতালের চলার পথে পাথেয় হয়ে থাকবে। তিনি রোগীদের কল্যাণে এভাবে অংশগ্রহন কামনার পাশাপাশি হাসপাতালের আগামীর অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় সালমা বেগম বলেন, আন্তর্জাতিক মানের চট্টগ্রাম চক্ষু হাসপাতালের বিভিন্ন সেবামূখী প্রশংসনীয় কার্যক্রম আমাকে তাড়া করে প্রচন্ড আবেগে।আমার মত সবাই যেন রোগীদের কল্যাণে এভাবে এগিয়ে আসে তাই প্রত্যাশা করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডায়মন্ড সিমেন্টের কারখানায় বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধকিশোরীকে ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন