চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভা

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

বাস, মিনিবাস ও ট্রাককাভার্ডভ্যানের ‘ইকোনমিক লাইফ’ বা অর্থনৈতিক আয়ু নির্ধারণের সরকারি সিদ্ধান্তকে মরার উপর খড়ার ঘা হিসেবে অভিহিত করেছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। সংগঠনের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবীর সোহেল গতকাল (সোমবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ডলারের ঊর্ধ্বগতি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও যন্ত্রাংশের অতিরিক্ত ব্যয়ের ফলে মাস শেষে পরিবহন মালিকদের হাতে কিছুই অবশিষ্ট থাকে না। এর মধ্যে আবার ২০২৫ বছরের ইকোনমিক লাইফ নির্ধারণ করা মানেই ধ্বংসের পথে ঠেলে দেওয়া।

সংবাদ সম্মেলনে আরও কিছু দাবি উত্থাপন করা হয়, যেমনঢাকার বাইরে নতুন ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন স্থগিত করা, গাড়ির আয়ু ও নীতিমালা নির্ধারণে বিভাগীয় মালিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা, বাণিজ্যিক মোটরযানের অগ্রিম আয়কর ও বিআরটিএ ফি আগের মতো বহাল রাখা, প্রাইভেট কোম্পানির কাছে ফিটনেস পরীক্ষা হস্তান্তরের বিরোধিতা, বিআরটিএ’র আধুনিকায়ন এবং লজিস্টিক সহায়তা জেলায় জেলায় সমপ্রসারণ, ২০১৮ সালের ‘কালো আইন’ সংশোধন, অঞ্চলভিত্তিক বাস্তবতা বিবেচনায় নীতিনির্ধারণ। এতে উপাস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ মোরশেদুল আলম কাদেরী, সড়ক পরিবহণ নেতা একরামুল করিম চৌধুরী, শওকত আলী, কমিশনার নাজিম উদ্দিন আহমেদ, মো. আজিজুল হক, মোঃ সৈয়দ হোসেন, মোঃ কামাল উদ্দীন, মোস্তাফিজ, অলি আহেমদসহ মালিক ও শ্রমিক নেতার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিটি মেয়রের কানাডা যাত্রা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ‘মাদক’ আর ‘বালি’র সমস্যা বন্ধ করা হবে