চট্টগ্রাম খাদ্য বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীকে অবশেষে বদলি করা হয়েছে। তাঁকে খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
একই আদেশে বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদকে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।
১৭ আগস্ট বিকেলে খাদ্য মন্ত্রণালয়ের সংস্থা প্রশাসন-১ শাখার উপ-সচিব জয়নাল মোল্লা রাষ্ট্রপতির আদেশক্রমে এই বদলির প্রজ্ঞাপন জারি করেন। একই আদেশে আরো পাঁচজন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম খাদ্য অধিদপ্তরের বদলি নীতিমালা ২০১৯ (সংশোধিত-২০২২) অনুযায়ী সম্পন্ন করতে হবে। জনস্বার্থে আদেশটি তাৎক্ষণিক কার্যকর হবে।