কক্সবাজার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠানরত বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) দল আজ সকালে চট্টগ্রাম ত্যাগ করবে। গতকাল বৃহষ্পতিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে সিসিএ টিমের জার্সি উম্মোচন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ হাসান মঞ্জুর। সিসিএ প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় অনাড়ম্বর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী বখতিয়ার আলম বাবুল, সিসিএ সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দন, যুগ্ম সম্পাদক সরওয়ার উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য মো. নূরুদ্দিন, জেড আই মিঠু, কোচ মো. ফয়েজুল্লাহ্ সুমন, সিনিয়র ক্রিকেটার তাহাজিবুল ইসলাম, আলাউদ্দিন অপু প্রমুখ। প্রধান অতিথি সিসিএর উন্নয়নে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।












