মেয়র কাপ অনূর্ধ্ব ১৮ অ্যাকাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) জার্সি উন্মোচন করা হয়েছে। সিসিএ একাডেমির কার্য নির্বাহী সদস্য সোহেল সরওয়ার সুমন জার্সি উন্মোচন করেন। সিসিএ’র প্রধান নির্বাহী সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক শামীম আহমেদ, কোচ ফয়েজ উল্লাহ্ সুমন, মো. এামুন, সিসিএ অনূর্ধ্ব ১৮ টিমের মেন্টর জেড. আই.মিঠু, মো. হাসিফ, এস. এম রিফাত, অপি, আলাউদ্দিন প্রমুখ।