মেয়র কাপ অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) অনুশীলন উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, সাবেক কৃতি ক্রিকেটার ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ সিসিএ প্র্যাকটিস গ্রাউন্ডে সংগঠনের প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কোচ ফয়েজউল্লাহ্ সুমন, সাহেদ সাত্তার অপু, সিসিএ নির্বাহী সদস্য মোসতাক আহমেদ, ফারুক খান, ছাত্র সমন্বয়ক মোহাম্মদ বেলাল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা গুলশান ইয়থ ক্লাবের সাবেক ক্রিকেটার ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান ক্ষুদে ক্রিকেটারদের পড়ালেখার পাশাপাশি ক্রিকেটেও কঠোর অনুশীলনের উপর গুরুত্বারোপ করে সিসিএ’র কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।