রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ প্রস্তাবিত চট্টগ্রাম ক্যান্সার হাসপাতালের জন্য এক লাখ টাকা অনুদান প্রদান করেছেন। তিনি গতকাল শনিবার মানবিক এই সহায়তার চেক হস্তান্তর করেন হাসপাতালের উদ্যোক্তা দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের হাতে। চেক হস্তান্তরকালে যুবলীগের সভাপতি বলেন, ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার মত একটি মানবিক কাজের সহায়তায় ক্ষুদ্র পরিসরে অংশ নিতে পেরে আমি ধন্য। তিনি ভবিষতে এই হাসপাতালে আরো সহায়তা করার আশ্বাস প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, মাসিক শ্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, রাউজান পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, যুবলীগ নেতা সাবের হোসেন।