চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রোভার স্কাউট গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান গত ২০ জানুয়ারি কলেজ মাঠে সম্পন্ন হয়। ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে গ্রুপ সভাপতি ও কলেজ অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক শিকদারের সভাপতিত্বে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের সিনিয়র সহসভাপতি স্কাউটার মো. রুহুল আমিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম, গ্রুপের প্রাক্তন সম্পাদক অধ্যাপক মো. নুরুল আলম, গ্রুপ সম্পাদক অধ্যাপক মোমেনা আকতার।
রোভার স্কাউট লিডার অধ্যাপক মাহমুদুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আরএসএল অধ্যাপক ফারজানা আকতার, অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, অধ্যাপক ববি বড়ুয়া ও সিনিয়র রোভার মেট পারভেজ সরকার প্রমূখ। ক্যাম্পে ৩৫জন রোভার দীক্ষা গ্রহণ করেন এবং চৌকষ রোভার ও গার্ল ইন রোভার নির্বাচিত হয়েছেন রোভার মো. নাজমুল ও রোভার সামিয়া।
ক্যাম্পে অংশগ্রহণকারী রোভারদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। । প্রেস বিজ্ঞপ্তি।