চট্টগ্রাম কোয়ান্টাম ফাউন্ডেশনে শোকরানা হিলিং উৎসব

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৫:২১ পূর্বাহ্ণ

কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার হাজারতম হিলিং সেশন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় শোকরানা হিলিং উৎসবের আয়োজন করে। কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো অর্ডিনেশন এস. এম. সাজ্জাদ হোসেন শুরুতে সাইকি হিলিংয়ের প্রয়াত দায়িত্বশীল ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাহেবের রুহের মাগফেরাত কামনা করেন। হিলিং সেশনে অংশ নেয়ার পরিতৃপ্তির অনুভূতি প্রকাশ করেন কোয়ান্টাম সদস্য সৌরভ দত্ত। সবশেষে যৌথ হিলিং পরিচালনা করেন অর্গানিয়ার নুরুল হক। যৌথ হিলিংয়ে শতাধিক কোয়ান্টাম সাইকি হিলার হিলিং ও দোয়ায় অংশ নেন। শোকরানা হিলিং উপলক্ষে সহস্রাধিক দোয়ার হিলিং জমা পড়ে।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে চট্টগ্রাম সেন্টারে হিলিং সেবা পরিচালিত হচ্ছে। দোয়া বা প্রার্থনা নিরাময়কে তরান্বিত করে। কোয়ান্টাম সদকা হিলিং এই প্রার্থনারই সুযোগ করে দিচ্ছে। এটা হলো ধ্যানাবস্থায় অসুস্থ বা সমস্যাগ্রস্তের জন্য বিশেষ প্রক্রিয়ায় নিরাময় বা কল্যাণ কামনা। এর সাথে সাদকা যুক্ত হয়ে এর কার্যকারিতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। সদকার এই অর্থ ব্যয় হচ্ছে দুস্থ বঞ্চিত মানুষের কল্যাণে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজোরপূর্বক পতিতাবৃত্তি, গ্রেপ্তার ৭
পরবর্তী নিবন্ধউই বাজারের উদ্যোক্তা মেলা শুরু