চট্টগ্রাম কোস্টগার্ডকে ২৪টি নৌযান দিল জাইকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কোস্টগার্ডকে ২৪টি নৌযান উপহার দিল জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। গতকাল সোমবার চট্টগ্রাম কোস্টগার্ড বেইসে এক অনুষ্ঠানে সর্বশেষ চারটি তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামযুক্ত ২০ মিটার রেসকিউ বোট হস্তান্তর করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী এসব নৌযান গ্রহণ করেন। ২৪টি নৌযানের মধ্যে ২০টি রেসকিউ বোট আগে হস্তান্তর করা হয়েছিল। কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্টগার্ডের সফলতাকে আরও গতিশীল করতে জাইকা বিভিন্ন ধাপে ২০টি ১০ মিটার রেসকিউ বোট হস্তান্তর করে। সোমবার তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামযুক্ত চারটি ২০ মিটার রেসকিউ বোট হস্তান্তর করল। নৌযানগুলো বাংলাদেশ কোস্টগার্ড বহরে যুক্ত হওয়ায় বাহিনীর অপারেশনাল কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। অনুষ্ঠানে জানানো হয়, সর্বশেষ হস্তান্তর করা চারটি নৌযানের প্রত্যেকটি ২০ মিটার দৈর্ঘ্যের। এ নৌযানগুলো ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল বেগে ছুটতে পারে। এসব নৌযানে পানিতে জাহাজ থেকে নিঃসৃত জ্বালানি তেলের দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন সরঞ্জাম যুক্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সাড়ে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধরাউজানে পৌর নাগরিকদের জন্য থাকছে বিশেষ সেবা