চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভা

প্রধান জামাত জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। গতকাল শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিটির প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাকিব হাসান।

সভায় স্বাগত বক্তব্য দেন, সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম আসন্ন ঈদুল আযহা নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভায় এবারের ঈদের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় এবং জামাতে ইমামতির দায়িত্ব পূর্বের ন্যয় বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৩টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল আযহা নামাজের সময়সূচি এবং ঈমাম পূর্বের ন্যায় স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে হবে বলেও জানানো হয়।

সভায় গত ঈদুল ফিততের আয়ব্যয় হিসাব পেশ করেন কমিটির ট্রেজারার সালেহ আহমেদ সুলেমান এবং সর্বসম্মতিক্রমে সভাপতি অনুমোদন করেন। সভায় বক্তব্য দেন, কমিটির সহসভাপতি শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান, অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান, ইরফান আলী ভূইয়া, ডা. মো. আকতার হোসেন ভুট্টো, মো. আশরাফুজ্জামান আশরাফ, মীর ফজলে আকবর শাহজাহান, টি.এম মাহবুব। উপস্থিত ছিলেন লায়ন নজমুল হক চৌধুরী, মোরশেদুল আলম কাদেরী, মো. ইরশাদ আলী ভূইয়া, জামাল উদ্দিন জেলা নাজির, অ্যাড. ডা. মো. ছমি উদ্দিন, ডা. মো. সাইফুদ্দিন, সাংবাদিক এসএম জামাল উদ্দিন, মোজাম্মেল হক, প্রভাষক ডা. এনামুল হক এনাম, জামাল উদ্দিন সিকদার, মাওলানা আবদুল মাবুদ চৌধুরী, মওলানা হাবিবুল্লাহ, মো. সিরাজুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাওলানা ইব্রাহিম, মো. আকরাম আলী ভূঁইয়া, জয়নাল আবেদীন, মো. নজরুল ইসলাম, হাফেজ মো. ইসমাইল হাসান, এজাহার উল্লাহ, মো. এরশাদ, মো. শফি, মাসুদ পারভেজ, মো. সাজারুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে শিশুদের সাঁতার শেখাতে শেখ রাসেল সুইমিংপুল
পরবর্তী নিবন্ধপ্রতিযোগিতা আইন বাজার মনিটরিংয়ে ভূমিকা রাখবে