চট্টগ্রাম–কুয়েত পথে যাত্রা শুরু করেছে জাজিরা এয়ারওয়েজ। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে তিনদিন (সোম, বুধ ও শুক্রবার) ফ্লাইট পরিচালনা করবে কুয়েতের এই বিমান সংস্থাটি। গতকাল দুপুরে নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাজিরা এয়ারওয়েজের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এন্ড্রু ওয়ার্ড, ভাইস প্রেসিডেন্ট রবীন্দ্রন বারাধন এবং গ্যালাক্সি বাংলাদেশের আহমেদ ইউসুফ ওয়ালীদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুয়েতভিত্তিক লো–কস্ট এয়ারলাইন জাজিরা এয়ারওয়েজ ২০০৪ সালে যাত্রা শুরু করে। জাজিরা এয়ারওয়েজ চট্টগ্রাম–কুয়েত রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনা করবে। কুয়েতের স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে যাত্রা শুরু করে সকাল পৌনে ৯টায় শাহ আমানতে জাজিরার এ৩২০নিউ এয়ারবাস অবতরণ করবে। পৌনে ১০টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে কুয়েতের স্থানীয় সময় দুপুর ১৩টা ৩৫ মিনিটে পৌঁছাবে। যাত্রী ধারণক্ষমতা ১৭৪ জনের। চট্টগ্রাম থেকে যে ফ্লাইট যাবে সেটি কুয়েতের জাজিরা টার্মিনালে নির্দিষ্ট সময় অবস্থান শেষে দু্বাই, জেদ্দা, মাসকট, দাম্মাম, দোহা ও রিয়াদে কানেক্টিং এয়ারে যাত্রীরা যেতে পারবেন। কোভিডের আগে জাজিরা এয়ারওয়েজ ৪০টার বেশি গন্তব্যে উড়ে যেত। জাজিরা একমাত্র এয়ারলাইন যার কুয়েত এয়ারপোর্টে নিজস্ব টার্মিনাল আছে। কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরের জাজিরা টার্মিনাল–৫ এর মাধ্যমে আরব আমিরাতের দুবাই, ওমানের মাসকট, কাতারের দোহা এবং সৌদি আরবের দাম্মাম, জেদ্দাসহ অন্যান্য সংযোগ রুট থাকায় যাত্রীরা সেইসব দেশে সহজে ভ্রমণ করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ার গ্যালাঙি চট্টগ্রামের ইনচার্জ মো. আসিফ চৌধুরী এবং জাজিরা এয়ারওয়েজ বাংলাদেশ সেলস ম্যানাজার শামীমুল ইসলাম জয় প্রমুখ।












