যুক্তরাষ্ট্রের ডালাস প্রবাসী সমাজসেবক মোহিউদ্দিন গতকাল চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী কামালুর রহমান, যুগ্ম সম্পাদক এমদাদুল আজিজ চৌধুরী এবং রেজওয়ান শাহেদী তাকে স্বাগত জানান ও হাসপাতালের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সিকেএফ জেনারেল ম্যানেজার মোঃ মহিউদ্দিন।
তিনি হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট–১ ও ইউনিট–২ পরিদর্শন করেন এবং নতুনভাবে প্রতিষ্ঠিত মডুলার অপারেশন থিয়েটার ঘুরে দেখেন। সেখানে চলমান কার্যক্রম ও ডায়ালাইসিস রোগীদের সাথে কথা বলে তিনি বেশ মুগ্ধ হন।
মোহিউদ্দিন বলেন, “এই মানবিক সেবামূলক উদ্যোগের সাথে আমি যুক্ত হতে চাই।” তিনি তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও অসহায় ও দুঃস্থ রোগীদের জন্য নিয়মিত সহযোগিতার আশ্বাস দেন।
চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর এ মহতী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












