চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের ৪২তম বার্ষিক সাধারণ সভা

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শুক্রবার সিকেএফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনসিকেএফের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রিজোয়ান শাহিদি ও এমদাদুল আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. এম এ কাশেম। নির্বাহী সদস্যদের মধ্যে কোহিনূর কামাল, শাহ আলম বাবুল, মোহাম্মদ ওমর আলী ফয়সাল, জেসমিন সুলতানা পারু ও মোহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্য আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইঞ্জিনিয়ার কামালুর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন। সভার কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আহমেদের পক্ষে নির্বাহী সদস্য মোহাম্মদ মহিউদ্দিন ২০২৩২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও ২০২৫২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সভায় সহসভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং নির্বাহী সদস্য কোহিনূর কামাল গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভায় আজীবন সদস্যবৃন্দ বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, চিকিৎসা সেবার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং সাধারণ রোগীদের আরও সহজ ও সাশ্রয়ী সেবা প্রদান বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন। সভায় আজীবন সদস্য এম এ করিম, রাকিবুল আমিন ও সাইফুল হুদা সিদ্দিকী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া সভায় নতুন প্রকল্প গ্রহণ ও বাজেট অনুমোদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। সভায় কামাল পাশা, শামসুল আলম ও সফিকুল আলম জুয়েল তাদের দেওয়া ডাইলাসিস মেশিনের অঙ্গীকারের অর্থ ট্রেজারের হাতে প্রদান করেন। সভা শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানান এবং ফাউন্ডেশনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা ও সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণ সমাজ গঠনে রাসুলের (দ.) শিক্ষাই যথোপযুক্ত ফর্মুলা