চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে কিডনী হাসপাতালের কর্মকর্তা– কর্মচারীদের নিয়ে কেক কেটে ইংরেজি ২০২৫ এর নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের তথ্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামালুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজোয়ান শাহিদী, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মতিউর রহমান এবং চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের জীবন সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুর রশীদ।
চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের স্বপ্ন আমাদের অঙ্গিকার পূর্ণাঙ্গ একটি অত্যাধুনিক কিডনি হাসপাতাল। আমরা চাই চট্টগ্রামসহ এই অঞ্চলে একজন রোগীও যাতে কিডনি জটিলতায় মারা না যায়। তিনি স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রামবাসীর সহযোগিতা ও সমর্থন আশা করেন। সেই সাথে তিনি সকল কর্মচারী ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তারা ২০২৫ সালে যেন আরো অধিক অর্জনের জন্য কিডনি রোগীদের সেবায় নিজেদের উৎসর্গ করেন। প্রেস বিজ্ঞপ্তি।