চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সিনিয়র সহ–সভাপতি এবং একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের হাতে ডায়ালাইসিস মেশিন কেনার জন্য ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আমেরিকা প্রবাসী মিসেস চেমন আরা ও নাসর উল্লাহর পক্ষে আলী রেজা খান এই অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সহ–সভাপতি অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল আজিজ চৌধুরী, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. আবুল কাশেম, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও নির্বাহী সদস্য ওমর আলী ফয়সাল। প্রেস বিজ্ঞপ্তি।












