চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভা

| রবিবার , ৫ জুন, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির মাসিক সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সহ সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. এম এ কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজোয়ান শাহিদী ও এমদাদুল আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, শাহ আলম বাবুল, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ওমর আলী ফয়সাল এবং ডা. বিদ্যুৎ বড়ুয়া। সভায় হাসপাতালের নতুন ভবনে সকল কার্যক্রম দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য পঞ্চাশ লাখ টাকা ব্যয়ের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘরে লাগা আগুনে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে আইন বিভাগের বরণ ও বিদায় অনুষ্ঠান