চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারের সাথে বেপজিয়া নেতৃবৃন্দের সাক্ষাৎ

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের সাথে গতকাল বুধবার তার লালখান বাজার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইপিজেডের বিনিয়োগকারী সংগঠন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস এসোসিয়েশনের (বেপজিয়া) নেতৃবৃন্দ। বেপজিয়া পরিচালক জিন্নাহ চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বেপজিয়ার ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) খাজা মাঈনুদ্দিন ফরহাদ, বেপজিয়া পরিচালক অঞ্জন শেখর দাস, মহসিন আহমেদ, রাফাত হোসাইন প্রমুখ। এতে প্রতিনিধিরা চলমান বাণিজ্যকে বেগবান করতে কাস্টমস বন্ড এর সহায়তা কামনা করে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. আবদুল জাব্বার।

কাস্টমস বন্ড কমিশনার বেপজিয়া প্রতিনিধিদের সকল সমস্যা সমাধানে তিনি ও তার অফিস আন্তরিকতার সাথে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের যুগ্ম কমিশনার মিজানুর রহমান, ডেপুটি কমিশনার ফাতেমা খায়রুন নুর, ডেপুটি কমিশনার সুমন চাকমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে দক্ষিণ চট্টগ্রামে মেডিকেল কলেজ স্থাপনের দাবি
পরবর্তী নিবন্ধবাঁশখালীর শেখেরখীলে গৃহবধূর আত্মহত্যা