চট্টগ্রাম কাস্টমস কমিশনার বরখাস্ত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর্মকর্তা মো. জাকির হোসেন ২১ জুন ও ২৮ জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি। অথচ এর আগে ১৮ জুন ২০২৫ তারিখে এনবিআরের এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অমান্য এবং কাস্টমস হাউসের কার্যক্রম বন্ধ রেখে সরকারের বিপুল পরিমান রাজস্ব ক্ষতি করায় জাকির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এই প্রেক্ষিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯() অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক দুই মন্ত্রীর ছেলে ও বোনসহ ৫ কর্মকর্তা চাকরিচ্যুত
পরবর্তী নিবন্ধগণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার ডাক খালেদা জিয়ার