চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আজ

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সদস্য পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা মেধাবী ছাত্রছাত্রীদের আজ বিকাল ৩টায় নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বিশেষ অতিথি থাকবেন কাস্টমস হাউস চট্টগ্রামের কমিশনার মো. শফি উদ্দিন ও কাস্টমস হাউস, আইসিডি চট্টগ্রামের কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমান। এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মো. শওকত আলী এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং কৃতী শিক্ষার্থীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহাসমাবেশকে শৃঙ্খলার মাধ্যমে প্রমাণ করতে হবে বিএনপি একটি সুশৃঙ্খল দল : নাজিমুর রহমান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে ইইউ পর্যবেক্ষকদের মতবিনিময়