চট্টগ্রাম কাল খেলবে চাঁদপুরের বিপক্ষে

ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট

| রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার অনূর্ধ্ব১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল অংশ নিচ্ছে। এ লক্ষ্যে চট্টগ্রামের ১৮ সদস্যের দল আজ ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম হতে রাঙ্গামাটি জেলা স্টেডিয়ামের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম দলের নির্বাচিত খেলোয়াড়রা হলো: আরশাদুল হক আয়ান, মো. ইভান রাইয়ান ইসান, মো. আল আমিন হোসেন, অমিত কুমার শীল, আবদুল্লাহ আল সাইদ, মো. মিজবাহ, আজমাইন হোসেন (উইকেট কিপার), মো. মারুফ, সাইদ ইমান আমিন শরীফ, অর্নব বড়ুয়া, মো. সাকিব আকন্দ, রাদিব হোসেন, মো. শাবাব শাবীব, অনুরাগ বড়ুয়া, মো. রিয়াদ সরদার, মেজবাউল হক, প্রিতম দাশ আদর, চৌধুরী মো. সোহান। চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব১৪ ক্রিকেট দলের ম্যানেজার মনোনীত হয়েছেন সিজেকেএস কাউন্সিলর সোহেল আহম্মদ এবং কোচ হিসেবে মনোনীত হয়েছেন শেখ মাহাবুব উল করিম (মিঠু)। আগামীকাল ৩০ ডিসেম্বর চাঁদপুর জেলা দলের বিপক্ষে খেলবে চট্টগ্রাম জেলা দল।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধফিটনেসের কারণে বিপিএলে অনিশ্চিত মাশরাফি