চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সহকারী কোচদের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল এসোসিয়েশন অনুমোদিত সংগঠন চিটাগং মার্শাল আর্টস একাডেমির এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ ভেন্যুতে গত ২১ মার্চ সম্পন্ন হয়। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের নির্বাহী কমিটি সদস্য সেমপাই মোহাং ইকবালের সঞ্চালনায় ও সেনসি মোহাং শোয়েবের সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের প্রেসিডেন্ট নিয়াজ মোহাম্মদ খান। এসোসিয়েশনের নির্বাহী সদস্য সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের চীফ কোচ শিহান কাউসার আহমেদ, মহিলা কোচ ও এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সেনসি লতা পারভীন, এসোসিয়েশনের মিডিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সায়েদ, ওমর ফারুক, মোহাম্মদ সেলিম, দিদারুল আনোয়ার, মোহাম্মদ মাসুম, সাইফুল ইসলাম শাহাদাত, ফয়সাল আলম মামুন, রাফাত শাহরিয়ার, সাফরিনা হাসান সারিন, মাইশা বিনতে সরোয়ার, মোমেনা খানম মুমু ও মেহবুবা জান্নাত অর্পিতা। অনুষ্ঠানে এসোসিয়েশনের ব্লাকবেল্ট ধারী সিনিয়রদের পক্ষ থেকে এসোসিয়েশনের চীফ কোচ কাউসার আহমেদের ৬ষ্ঠ ড্যান, মোহাম্মদ শোয়েবের ৪র্থ ড্যান এবং সাইফুল ইসলাম শাহাদাতের ২য় ড্যান সফলভাবে পাস করায় তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন ও বরণ করা হয়।