চট্টগ্রাম কারাতে এসো’র বার্ষিক আউটডোর ট্রেনিং ক্যাম্প সম্পন্ন

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের আয়োজনে ২০২৪ সালের বার্ষিক আউটডোর ট্রেনিং ক্যাম্প গত ২ ফেব্রুয়ারি পতেঙ্গা সমুদ্র সৈকতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের ৫ টি সংগঠনের ১২৭ জন কারাতে ছাত্রছাত্রী ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোছা. জেসমিন আক্তার সকালে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের চীফ কারাতে কোচ কাউসার আহমেদ ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ সহযোগী হিসেবে ছিলেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ মোছা. লতা পারভীন, ফয়সাল আলম মামুন, আইমান ইনতিসার ও মেহবুবা জান্নাত অর্পিতা। ট্রেনিং ক্যাম্পে ২০২৩ সালের চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের ব্ল্যাক বেল্ট হোল্ডার মেহবুবা জান্নাত অর্পিতাকে সংবর্ধনা প্রদান করা হয়। ক্যাম্প শেষে অংশগ্রহণকারী কারাতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধরাফা ক্রিকেট ক্লাবের ফুটবল অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধলিটল ফ্লাওয়ার হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন