চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আহমদ হোসেন (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। নিহত আহমদ হোসেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মৃত আমিন শরীফের ছেলে।
জানা গেছে, ২০১৬ সালের ২৭ জুন গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন আহমদ হোসেন। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা এবং পটিয়া থানায় একটি মারধরের মামলা বিচারাধীন ছিল। এরই মধ্যে ২০১৯ সালের ২২ অক্টোবর লোহাগাড়া থানার মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর আগে ২০১৮ সালের ১০ এপ্রিল পটিয়া থানার মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আহমদ হোসেন কয়েদি হিসেবে পদ্মা-১৫ নম্বর ওয়ার্ডের বন্দি ছিলেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হলে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা সত্ত্বেও শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।